মোবাইল ফোনে ভূমিকম্প সতর্কতা ফিচার যেভাবে চালু করবেন

০৬ অক্টোবর ২০২৩, ০১:১৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM

© সংগৃহীত

প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের সময় অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সতর্কতা দেয় গুগল। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের মতো বাংলাদেশীরাও পাবেন এই সুবিধা। কোনো অর্থ খরচ না করে এবং ঝামেলা ছাড়াই অ্যান্ড্রয়েড ফোনের ভূমিকম্প সতর্কতা বা আর্থকুয়েক অ্যালার্ট ফিচারটি চালু করা যাবে। এটি অ্যান্ড্রয়েড ৫ ও এর পরের ভার্সনগুলোতে পাওয়া যাবে। 

যেভাবে ফিচারটি চালু করবেন
Settings > Location > Advanced > Earthquake Alerts. Earthquake Alerts যদি অফ থাকে তাহলে অন করে দিন। অ্যালার্ট সিস্টেমটি চালু হলে ফোনে ভূমিকম্পের আপডেট আসতে থাকবে। আর যদি আপনি এই নোটিফিকেশন না চান তাহলে ফিচারটি অফ করেও রাখতে পারেন।

কীভাবে ভূমিকম্পের অ্যালার্ট পাঠায় গুগল?

গুগলের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের এই সিস্টেমটি অ্যাক্সিলোমিটারকে সিসমোগ্রাফ হিসাবে ব্যবহার করে আপনার ফোনকে একটি মিনি ভূমিকম্প সনাক্তকারীতে পরিণত করে। যখন আপনার ফোনটি নড়াচড়া করে না, তখন এটি ভূমিকম্পের প্রথম লক্ষণগুলি অনুভব করতে পারে। অনেকগুলো ফোন একই সময়ে ভূমিকম্পের মতো কম্পন অনুভব করলে গুগলের সার্ভার বুঝতে পারে ভূমিকম্প হচ্ছে। এটি এও বুঝতে পারে যে, কোথায় এবং কতটা শক্তিশালী কম্পন অনুভূত হচ্ছে।

এই সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে গুগলের সার্ভার ঘটনার কাছাকাছি থাকা অন্যান্য ফোনে সতর্কতা পাঠায়। ভূমিকম্পের মাত্রার ওপর নির্ভর করে ফিচারটির মাধ্যমে দুই ধরনের অ্যালার্ট দেয়া হয়।

১. ‘বি অ্যাওয়ার’ (সতর্কতা অবলম্বনের জন্য)
২. ‘টেক-অ্যাকশন’ (পদক্ষেপ গ্রহণের জন্য)

‘বি অ্যাওয়ার’ অ্যালার্ট
সর্বোচ্চ ৪.৫ মাত্রার ভূমিকম্পের অঞ্চলে অবস্থানকারীদের এই সতর্কবার্তা দেয়া হয়। ফোনের ভলিউম, ভাইব্রেশন এবং ডু নট ডিস্টার্ব সেটিংস ব্যবহার করে এই অ্যালার্ট জানানো হয়। এর মাধ্যমে ডিভাইসে স্বল্প মাত্রার ভূমিকম্পের নোটিফিকেশন দেখানো হয় এবং ‘মোর ইনফরমেশনে’ ট্যাপ করলে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যায়।

টেক অ্যাকশন অ্যালার্ট
মাঝারি থেকে উচ্চ মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে এই অ্যালার্ট দেয়া হয়। মূলত ব্যবহারকারীর সুরক্ষায় পদক্ষেপ নিতেই এই অ্যালার্ট। ৪.৫ এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পে অ্যালার্ট দেওয়া হয়। এই নোটিফিকেশনটি ফোনের ‘ডু নট ডিস্টার্ব’ ফিচারটি বন্ধ করে পুরো স্ক্রিন জুড়েই দেখানো হয়। এই সময় ফোনে উচ্চ স্বরে রিংটোন বা নোটিফিকেশন সাউন্ড বাজতে থাকে।

অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্প সতর্কতা সিস্টেম প্রথম চালু হয় নিউজিল্যান্ড এবং গ্রিসে। এরপর কাজাখস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, ফিলিপাইন, তাজিকিস্তান, তুর্কিয়ে, তুর্কমেনিস্তান, যুক্তরাষ্ট্র এবং উজবেকিস্তানসহ বিভিন্ন দেশে চালু হয়। ২০২২ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশে ভূমিকম্প অ্যালার্ট সিস্টেম চালু করে গুগল। আর পার্শ্ববর্তী দেশ ভারতে এটি চালু হয় চলতি সেপ্টেম্বরে।

সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের স্থগিতাদেশ গণতান্ত্রিক অধিকার হরণ ও স্বৈরা…
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9