বৃষ্টির পানি থেকে ফোনকে রক্ষা করবেন যেভাবে

৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM

© সংগৃহীত

বর্ষার শেষ, চলছে শরৎ কিন্তু তবুও যেন থেমে নেই বর্ষণ। হুটহাট বৃষ্টিতে আচ্ছন্ন পরিবেশ। তবে এই বৃষ্টির ছোঁয়া ফোনের জন্য আনতে পারে বিপত্তি। হারাতে পারেন প্রিয় ফোনটিকে। এ অবস্থায় পড়তে না চাইলে কিছু বিষয় আগে থেকেই জানা জরুরি, তাহলে আপনার শখের ফোনটি সুরক্ষিত থাকবে।

১. ফোনে যদি পানি লেগেই যায়, তবে প্রথমেই ফোনটি বন্ধ করে দিন। পরে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। এই কাজটি করলে ফোনে পানি ঢুকে শর্টসার্কিট হবে না, আর এতে অনেকটাই ঝুঁকিমুক্ত থাকবেন আপনি।

২. ফোনে পানি ঢুকে গেলে ঘাবড়ে যাবেন না। যত দ্রুত সম্ভব চালের ড্রামে রাখতে পারেন।। ৩-৪ ঘণ্টা রাখতে হবে। চাল আপনার ফোনের ভেতরে জমে থাকা পানি শুষে নেবে।

৩. বর্ষার দিনে একটি পলিথিন সঙ্গে রাখতে চেষ্টা করুন। বৃষ্টিতে সঙ্গে ছাতা না থাকলে ফোনটি পলিথিনে ঢুকিয়ে রাখতে পারবেন। আপনি চাইলে জিপার লক ব্যাগও ব্যবহার করতে পারেন। সেই ব্যাগের ভেতরে ফোন ঢুকিয়ে জিপ লক করে দিন।

৪. ওয়াটারপ্রুফ কভার কিনে রাখতে পারেন। এই কভারে ফোন ঢুকিয়ে নিলে আর ভিজে যাওয়ার ভয় থাকবে না।

৫. ফোন ভিজে যাওয়ার পর সঙ্গে সঙ্গে চার্জ দেবেন না। পুরোপুরি শুকিয়ে গেলে তারপর চার্জে লাগান। ভিজে যাওয়া ফোন চার্জে লাগানোটা বিপদ বয়ে আনতে পারে।

দীর্ঘ দুই দশক পর ফেনী যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তায় সর্বো…
  • ২৫ জানুয়ারি ২০২৬
গভীর রাতে মিরপুর বস্তিতে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
  • ২৫ জানুয়ারি ২০২৬
কারা ফটকে স্ত্রী-সন্তানকে শেষ বিদায় জানালেন ছাত্রলীগ নেতা স…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৫৪ বছরে দেশের মর্যাদা অন্য দেশে বন্ধক রাখা হয়েছিল: ডা. শফি…
  • ২৫ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে বিএনপির প্রচারণা, মাদরাসা শিক্ষককে জরিমা…
  • ২৫ জানুয়ারি ২০২৬