রিয়েলমি সি৫১ বাংলাদেশের বাজারে আসছে ৩ সেপ্টেম্বর

৩১ আগস্ট ২০২৩, ১০:১৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
বাংলাদেশের বাজারে আসছে রিয়েলমির সি৫১ মডেলের স্মার্টফোন

বাংলাদেশের বাজারে আসছে রিয়েলমির সি৫১ মডেলের স্মার্টফোন © সংগৃহীত

রিয়েলমি বাংলাদেশের বাজারে নিয়ে আসছে সি৫১ মডেলের স্মার্টফোন। এ ফোনে আছে গ্রাউন্ডব্রেকিং ৩৩ ওয়াট ফাস্ট চার্জ, নিখুঁত ডিজাইন, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা। সি সিরিজে নতুন এ সংযোজন তরুণ ব্যবহারকারীদের অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারে ফোনটি অবমুক্ত করা হবে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সি৫১ ফোনে রয়েছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জ। এ সিরিজের সর্বশেষ ফোন সি৩১ (১০ ওয়াট) এর তুলনায় নতুন ডিভাইসটি শতভাগ উন্নত চার্জিং গতি নিশ্চিত করবে। এ ফোনে আরও থাকছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যার সাহায্যে যেকোনো জায়গা থেকে তোলা যাবে এইচডি কোয়ালিটির ছবি। যেসব ব্যবহারকারীরা ফোনে নান্দনিকতার ছোঁয়া পছন্দ করেন, তাদের জন্য এই স্মার্টফোনে আছে স্টাইলিশ গ্লিটারিং ডিজাইন। ফোনের ডিজাইনকে আরও ফ্যাশনেবল করতে বিভিন্ন টেক্সচারের সমন্বয় করে তৈরি করা হয়েছে প্রাণবন্ত লুক।

এ ফোনে থাকবে ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা ও ৪ জিবি ডাইনামিক র‌্যাম। এছাড়া, এ ডিভাইসে একইসাথে দু’টি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে, যার ফলে ফোনের স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত স¤প্রসারণ করা যাবে।

রিয়েলমি ব্যবহারকারীদের জন্য উদ্বেগহীন ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে সবার জন্য ফাস্ট চার্জিং, চমৎকার ডিজাইন ও উন্নত ফটোগ্রাফি ফিচারের মতো সুবিধাগুলো আরও বেশি সহজলভ্য করতে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় রিয়েলমি এর সি৫১ ডিভাইসটি নিয়ে আসছে। 

বহিষ্কার আদেশ প্রত্যাহার, বিএনপিতে ফিরলেন আরও একজন
  • ২৫ জানুয়ারি ২০২৬
হাতিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
  • ২৫ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২২ হাজার, উদ্ধার বিপুল আগ্নে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
যাত্রাবাড়ীতে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত
  • ২৫ জানুয়ারি ২০২৬
দীর্ঘ দুই দশক পর ফেনী যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তায় সর্বো…
  • ২৫ জানুয়ারি ২০২৬
গভীর রাতে মিরপুর বস্তিতে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্…
  • ২৫ জানুয়ারি ২০২৬