ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অনলাইন রেজিস্ট্রেশন শুরু

ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে
ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে  © টিডিসি ফটো

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের যৌথ আয়োজনে ‘ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড-২০২৩’ এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানের এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। অনলাইন রেজিস্ট্রেশন উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, বহির্বিশ্বে আমাদের দেশের নাম উজ্জ্বল করার একটা বিরাট প্লাটফর্ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড। পাশাপাশি আমাদের দেশের শিক্ষার্থীদের মেধা বিকাশে এই কার্যক্রম সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল। অলিম্পিয়াডের রেজিস্ট্রেশনের নিয়মকানুন সম্পর্কে অবগত করার পাশাপাশি শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারপার্সন ড. সেঁজুতি রহমান।   

উল্লেখ্য, এ বছর ২০০৫ বা তারপরে জন্মগ্রহণ করা বাংলাদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে গিয়ে ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ এর রেজিস্ট্রেশন করা যাবে।  

আগামী ১৩-১৬ সেপ্টেম্বর তারিখে অলিম্পিয়াডের সব ক্যাটাগরির অনলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। বাছাই পর্ব থেকে নিবাচিত শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৯-৩০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এ বছর মোট ৫ টি ক্যাটাগরিতে (ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি, ফিজিক্যাল কম্পিউটিং, ড্রোন মেজ ও রোবটিকস কুইজ) অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। The Olympic মূলথিমের উপর নির্ভর করে এবছর শিক্ষার্থীদের রোবট তৈরি করতে হবে। 

জাতীয় পর্বের বিজয়ীদের থেকে পারফরম্যান্সের ভিত্তিতে আবাসিক ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ দল গঠন করা হবে, যারা ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে জানুয়ারি ২০২৪ এ অংশগ্রহণ করবে গ্রিসের এথেন্সে। অলিম্পিয়াডের বিস্তারিত সময়সূচী, সব ক্যাটাগরির ও রেজিস্ট্রেশনের নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত জানা যাবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে: https://www.bdro.org/ ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence