লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রোজেক্ট 

নেত্রকোনায় ৬৪০ জন প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান

১০ মে ২০২৩, ১০:১০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
নেত্রকোনায় ৬৪০ জন প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান

নেত্রকোনায় ৬৪০ জন প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান © টিডিসি ফটো

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় নেত্রকোনা জেলায় ৬৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ‘সার্টিফিকেট বিতরণ ও জব ফেয়ার’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ মে) দুপুরে স্থানীয় পাবলিক হলে শুটিং স্টার লিমিটেড এই অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সার্টিফিকেট বিতরণ ও জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব মোঃ আতাউর রহমান খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ হুমায়ুন কবীর।

এছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নূরুল আমীন, শুটিং স্টার লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম সানি, প্রশিক্ষণার্থী সাইদুর রহমান মিন্টু ও স্বপ্না আক্তার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শুটিং স্টার লিমিটেড এর প্রশিক্ষক মোঃ আনোয়ার হোসেন জানান, ডিজিটাল মার্কেটিং ৪১ নং ব্যাচের প্রশিক্ষণার্থী মমিনা আক্তার ও ৪৮ নং ব্যাচের প্রশিক্ষণার্থী তাসলিমা আক্তার জবা প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সর্বোচ্চ ডলার উপার্জন করছেন। এরপর প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

মনোনয়ন ফিরে পেলেন বিএনপির এক বিদ্রোহী প্রার্থী
  • ২৫ জানুয়ারি ২০২৬
সুপারিশের দেড় মাস পরই কার্যকর হয়েছিল ৮ম পে স্কেল, এবারের বা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশের নতুন সময় জানালেন এনটিআরসিএ চেয়ারম…
  • ২৫ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৫ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে ‘মব মিছিল’, প্রতিবাদে ‘কমল একাডেমিয়া’ চা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
নিরাপদ সড়কের দাবিতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ শিক্ষার্…
  • ২৫ জানুয়ারি ২০২৬