পিকআপচাপায় স্কুলছাত্র নিহত
আল আমিন একাডেমীর শিক্ষার্থীদের সড়ক অবরোধ © টিডিসি
চাঁদপুরে আল আমিন একাডেমীর শিক্ষার্থী আবু সাঈদ রাফিন সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে চাঁদপুর। রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের চাপায় রাফিনের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকেই বিক্ষোভে নামে আল আমিন একাডেমীর শিক্ষার্থীরা। তারা চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
সরেজমিনে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আল আমিন একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়। এতে দীর্ঘ সময় ধরে শহরের প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
হাজারো শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। সমাবেশে শিক্ষার্থীরা স্লোগান দেন ‘সড়ক চাই নিরাপদ, প্রাণহানি আর নয়’।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা বলে, সড়কে নিরাপত্তার অভাবেই একের পর এক প্রাণ ঝরছে। রাফিন হত্যার জন্য দায়ী পিকআপ ভ্যানের চালককে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ছাড়া তারা শহরের মধ্যে ট্রাক ও পিকআপ ভ্যান চলাচলের জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণের দাবি জানায়। কোন সময় কোন রাস্তা ভারী যানবাহন ব্যবহার করবে, তা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়ারও আহ্বান জানায় শিক্ষার্থীরা।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা চাঁদপুর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। স্মারকলিপিতে আবু সাঈদ রাফিনের হত্যার সুষ্ঠু বিচার, দোষী চালককে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি শহরের সড়কগুলোতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।