রিলিজিয়াস-পলিটিক্যাল ভিউজ, ইন্টারেস্টেড ইন মুছে দিচ্ছে ফেসবুক

১৮ নভেম্বর ২০২২, ০৪:৩৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক © সংগৃহীত

ফেসবুক প্রোফাইলে ব্যবহারকারীর যোগাযোগের ঠিকানাসহ ব্যক্তিগত চারটি তথ্য দেখানোর অপশন বন্ধ করতে যাচ্ছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরিবর্তন কার্যকর হবে বলে জানানো হয়েছে মেটা’র পক্ষ থেকে।

মেটার মুখপাত্র এমিল ভ্যাসকেজ প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোডোকে জানিয়েছেন, এ পরিবর্তনগুলো আনা হচ্ছে ব্যবহারকারীদের কাজ সহজ করার লক্ষ্যে।

ফেসবুক ইতোমধ্যেই আগাম এই পরিবর্তন সম্পর্কে জানানো হচ্ছে ব্যবহারকারীদের। নোটিফিকেশনে ব্যবহারকারীদের জানানো হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে ‘ইন্টারেস্টেড ইন’, ‘অ্যাড্রেসেস’, ‘পলিটিক্যাল ভিউজ’, এবং ‘রিলিজিয়াস ভিউজ’ অপশনগুলো আর প্রোফাইলে দেখা যাবে না।

আরও পড়ুন: টুইটার কেনার অর্থ দিয়ে দেশে কি কি করা যেত

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহারকারীদের আরও জানিয়েছে, ‘আমরা তাদেরই নোটিফিকেশন পাঠিয়ে জানাচ্ছি যে এই শ্রেণিগুলো মুছে দেওয়া হবে; যে ব্যবহারকারীরা আগে এসব তথ্য শেয়ার করেছেন,  কারও নিজে থেকে এসব তথ্য ফেসবুকের অন্যান্য জায়গায় শেয়ার করার সক্ষমতা প্রভাবিত হবে না এই পরিবর্তনের ফলে।’

সামাজিক মাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা গত বুধবার ফেসবুকের আসন্ন এ পরিবর্তন চিহ্নিত করেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

প্রসঙ্গত, ফেসবুকের ‘ইন্টারেস্টেড ইন’ অপশনে ব্যবহারকারীরা তাদের যৌনতা, রাজনৈতিক ও ধর্ম বিশ্বাসের মত ব্যক্তিগত তথ্য-উপাত্ত শেয়ার করতে পারতেন। যা নতুন পরিবর্তনের ফলে বন্ধ হতে যাচ্ছে।

জার্মানিতে ধানের শীষের পক্ষে প্রচারণা
  • ২৫ জানুয়ারি ২০২৬
২৭ জানুয়ারি সাতক্ষীরা আসছেন জামায়াতের আমির, ব্যাপক লোক সমাগ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের প্রকৃত সংখ্যা জানাল এনটিআরসিএ
  • ২৫ জানুয়ারি ২০২৬
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৮তম সিন্ডিকেট সভা অন…
  • ২৫ জানুয়ারি ২০২৬
আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার ও সরঞ্জামসহ একজন গ্রেপ্ত…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে তোমরা যে পরিবর্তন এনেছ, তা ওয়ান্ডারফুল : ইউজিসি চেয়…
  • ২৫ জানুয়ারি ২০২৬