সফটওয়্যার ও হার্ডওয়্যারের মান যাচাই হচ্ছে দেশেই

০৮ অক্টোবর ২০২২, ১২:৩২ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

যেকোনো পণ্য ক্রয়ের আগে তার মান যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটারের সফটওয়্যার ও হার্ডওয়্যার ক্ষেত্রেও কথাটি সমান ভাবে প্রযোজ্য। বড় ক্ষতির ঝুঁকি এড়াতে ভাল মানের সফটওয়্যার ও হার্ডওইয়ার ব্যবহার করা জরুরী। বাংলাদেশে সফটওয়্যার ও হার্ডওয়্যারের মান যাচাইয়ের জন্য রয়েছে সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশন (এসকিউটিসি) সেন্টার ।

তিন বছর মেয়াদি এক প্রকল্পের আওতায় সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)  এই সেন্টার চালু করেছে। ২৫ কোটি ২৫ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেন্টারটি ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত দুই শতাধিক সফটওয়্যার, অ্যাপ ও গেমের মান যাচাই করেছে। তিন শতাধিক প্রযুক্তি যন্ত্রপাতি-যন্ত্রাংশ বা হার্ডওয়্যারের মান পরীক্ষা করা হয়েছে। কেন্দ্রটি সরকারের বিভিন্ন প্রকল্প, সংস্থা, অধিদপ্তর, মন্ত্রণালয়সহ ৬৪টি প্রতিষ্ঠানকে মান যাচাইয়ের এই সেবা দিয়েছে চলতি বছরের জুন-মে পর্যন্ত।

আরও পড়ুন: মাধ্যমিক স্কুলে এক হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

এসকিউটিসিতে মূলত পরীক্ষা করে সফটওয়্যার, হার্ডওয়্যার, মোবাইল অ্যাপ ও গেমের মান। এই কেন্দ্র সফটওয়্যার ও হার্ডওয়্যারের কাজের পদ্ধতি, অটোমেশন, দুর্বলতা, মূল্যায়ন, পারদর্শিতা, সমন্ধ্য, উপযোগিতা, কর্মক্ষমতাসহ বিভিন্ন বিষয় পরীক্ষা করে। 

এসকিউটিসি সেন্টারের ব্যবস্থাপক (টেস্টিং) সাইফুল আলম খান গণমাধ্যমকে জানান, 'এ সেন্টারকে বলা যায় সফটওয়্যার ও হার্ডওয়্যারের বিএসটিআই। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আইনের আওতায় এ সেন্টার গঠন করা হয়েছে। পাশাপাশি বিএসটিআইও সম্মতি দিয়েছিল যে আমরা সফটওয়্যার ও হার্ডওয়্যারের মান যাচাই করতে পারব।'

সফটওয়্যারের মান যাচাইয়ের জন্য তিন থেকে সাত দিন সময় নেয় এসকিউটিসি। কোনো প্রতিষ্ঠানের সফটওয়্যার ও হার্ডওয়্যারের মান যাচাই করে সমস্যা পেলে প্রথমে তা উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হয়। এরপর সমস্যার সমাধান করে পুনরায় জমা দিলে আবারও সফটওয়্যার ও যন্ত্রাংশের মান যাচাই করে সনদ দেয় কেন্দ্রটি।

এসকিউটিসি সেন্টারটি টিএমএাআইয়ের (টেস্ট ম্যাচিউরিটি মডেল ইন্টিগ্রেশন) লেভেল ৫ সনদপ্রাপ্ত। মান যাচাইয়ের জন্য ১০ জনের একটি বিশেষজ্ঞ দল রয়েছে এসকিউটিসি সেন্টারে। আইসিটি বিভাগ এ কেন্দ্রের জন্য একটি খসড়া নীতিমালাও করেছে। খসড়া নীতিমালার আওতায় এ সেন্টার থেকে পরীক্ষা করিয়ে সনদ নিতে হয় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, সাংবিধানিক প্রতিষ্ঠান ও আইন প্রয়োগকারী সংস্থার কেনা, উন্নয়ন বা ব্যবহার করা সফটওয়্যার ও হার্ডওয়্যারের মান। ভবিষ্যতে বেসরকারি প্রতিষ্ঠানও তাদের সফটওয়্যার, হার্ডওয়্যারের মান যাচাই করে নিতে পারবে। এ ছাড়া রপ্তানির আগেই দেশে তৈরি সফটওয়্যারের গুণগত মান যাচাই করতে সহায়তা করবে এসকিউটিসি।

এত দিন বিনা মূল্যে সফটওয়্যার, হার্ডওয়্যার, মোবাইল অ্যাপ ও গেমের মান পরীক্ষা করানো যেত এসকিউটিসি সেন্টারে। তবে মান যাচাইয়ের জন্য কাজের ধরনভেদে নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে নতুন অর্থবছর থেকে।

ডাকসু নিয়ে মন্তব্য, দুঃখ প্রকাশ করে যা বললেন সেই জামায়াত নে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে …
  • ২৫ জানুয়ারি ২০২৬
সরকারি হচ্ছে আরও একটি স্কুল
  • ২৫ জানুয়ারি ২০২৬
বেতনভাতা বৃদ্ধি সঙ্গে সঙ্গে ঘুষসহ অবৈধ লেনদেনও বাড়ে, বোঝা ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬
রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোন লাভ হবে না: তার…
  • ২৫ জানুয়ারি ২০২৬
হাদির ঘটনা কেবল ব্যক্তি হত্যা নয়, রাষ্ট্রীয় ব্যর্থতা ও বিচা…
  • ২৫ জানুয়ারি ২০২৬