মাধ্যমিক স্কুলে এক হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

ক্লাস নিচ্ছেন শিক্ষক
ক্লাস নিচ্ছেন শিক্ষক  © ফাইল ছবি

দেশের সরকারি মাধ্যমিক স্কুলে এক হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগের লক্ষ্যে শূন্য পদের একটি তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট এক হাজার ৯৯ টি শূন্য পদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকারি মাধ্যমিক স্কুলের নিয়োগ বিধি অনুযায়ী ৫৫ শতাংশ সরাসরি বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। অবশিষ্ট ৪৫ শতাংশ বিভিন্ন বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ অথচ ক্যাডার পাননি, তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে।

মাউশি সূত্রে জানা গেছে, মোট ১২টি পদে শিক্ষক নিয়োগের চাহিদা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, ধর্ম, ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভূগোল, চারুকলা, শারীরিক শিক্ষা ও কৃষি শিক্ষা।

এ প্রসঙ্গে জানতে চাইলে মাউশি পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মাধ্যমিক স্কুলে এক হাজার ৯৯ জন শিক্ষক নিয়োগের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন শেষে চাহিদা পিএসসিতে পাঠানো হবে। 

এদিকে মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগের শূন্য পদের চাহিদা পাওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখার কর্মকর্তারা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা বলছেন, শিক্ষক নিয়োগের চাহিদা প্রয়োজনীয় প্রশাসনিক কাজ শেষে পিএসসিতে পাঠানো হবে। এরপর পিএসসি বিজ্ঞপ্তি জারি করবে।

প্রসঙ্গত, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পদ দ্বিতীয় গ্রেডের পদমর্যাদা হওয়ায় এ নিয়োগ পরীক্ষা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে আয়োজন করা হবে।


সর্বশেষ সংবাদ