ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম
ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম  © টিডিসি ফটো

ওয়ালটন গ্রুপের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স শিল্পের অগ্রদূত আলহাজ এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

আলহাজ এস এম নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে বেহেশত নসিব করুনের সে জন্য দোয়া করা হয়েছে।

২০১৭ সালের এই দিনে ৯৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সফল এই উদ্যোক্তার প্রয়াণ দিবস উপলক্ষ্যে আজ সারা দেশে ওয়ালটনের কার্যালয়, কারখানা ও শোরুমগুলোতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে।

১৯২৮ সালের ৭ মে টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে জন্মগ্রহণ করেন এস এম নজরুল ইসলাম। স্বাধীনতার পর সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা শুরু করে তিনি সব মহলে পরিচিতি পান। ১৯৭৭ সালে তিনি ‘রেজভী অ্যান্ড ব্রাদার্স’ (বর্তমানে ওয়ালটন গ্রুপ) প্রতিষ্ঠা করেন। মূলত দেশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে উচ্চমানের ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যেই তার এই যাত্রা শুরু হয়েছিল। 

নজরুল ইসলামের দূরদর্শিতা ও তার সন্তানদের মেধার সমন্বয়ে ২০০৮ সালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন নিজস্ব কারখানায় উৎপাদন শুরু করে। বর্তমানে ওয়ালটন কেবল বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ডই নয়, বরং বিশ্বের অর্ধশতাধিকেরও বেশি দেশে পণ্য রপ্তানি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানকে গৌরবের সঙ্গে তুলে ধরছে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রযুক্তি উৎপাদন ও গবেষণা কেন্দ্রে পরিণত হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি এস এম নজরুল ইসলাম সমাজসেবায় অসামান্য অবদান রেখেছেন। তিনি টাঙ্গাইল জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও ব্যবসায়িক পদের দায়িত্ব পালন করেছেন। নিজ গ্রামে তিনি ‘এস এম নজরুল ইসলাম কারিগরি বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেছেন এবং বয়স্ক ভাতা প্রকল্পসহ মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় নিয়মিত সহযোগিতা প্রদান করতেন। দরিদ্র ও অসুস্থ মানুষের সেবায় তিনি আমৃত্যু নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্স, বসুন্ধরা করপোরেট অফিস এবং মিরপুর ওয়ালটন কমপ্লেক্সে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া সারা দেশের ওয়ালটন প্লাজা, সার্ভিস সেন্টার ও পরিবেশক শোরুমগুলোতে তাকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!