টানা বৃদ্ধির পর এবার সোনার দামে বড় পতন

২২ অক্টোবর ২০২৫, ০৯:১৭ PM , আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ PM
সোনার গহনা

সোনার গহনা © সংগৃহীত

টানা ঊর্ধ্বগতির পর এবার দেশের বাজারে কমেছে সোনার দাম। ২২ ক্যারেট সোনার প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ৮ হাজার ৩৮৭ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৫ টাকা। একই সাথে দেশের বাজারে কমেছে রূপার দামও।

আজ বুধবার (২২ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লক্ষ ৯৯ হাজার ৫০১ টাকায়। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৭০ হাজার ৯৯৪ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৪২ হাজার ২১৯ টাকা।

সোনার দামের পাশাপাশি কমেছে রূপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা, যা আগে ছিল ৬ হাজার ২০৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকা থেকে কমে ৫ হাজার ২১৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা থেকে কমে ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৮০২ টাকা থেকে কমে ৩ হাজার ৩৬৯ টাকায় বিক্রি হবে।

এর আগে গত রবিবার সোনার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। ওই দিন ২২ ক্যারেট সোনার প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা।

এদিকে বিশ্ববাজারে গতকাল মঙ্গলবারই বড় ধরনের পতন ঘটেছে স্বর্ণে দামে। এদিন ৫ শতাংশেরও বেশি কমে গেছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মঙ্গলবার বেচাকেনায় সোনার দাম ৫.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১২৭ ডলারে নেমে আসে। যা বিগত এক দশকের মধ্যে একদিনে সবচেয়ে বড় পতন। এর আগের দিন সোমবার ধাতুটির দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১.৫২ ডলার ছুঁয়েছিল। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রেকর্ড দামের পর বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতা এই পতনের প্রধান কারণ।

আজ পবিত্র শবে মেরাজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে আধিপত্য দেখিয়ে জয় তুলে নিল বাংলাদেশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ রাজধানীতে কোথায় কী
  • ১৬ জানুয়ারি ২০২৬
শেষ পর্যন্ত গুগলের ওপরই ভরসা রাখল অ্যাপল
  • ১৬ জানুয়ারি ২০২৬
পাকিস্তানি বংশোদ্ভূত দুই ইংলিশ তারকা ক্রিকেটারকে ভিসা দিতে …
  • ১৬ জানুয়ারি ২০২৬
বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9