রেকর্ড পরিমাণ বাড়ল সোনার দাম

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

দেশে স্বর্ণের দাম পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। অবিশ্বাস্য ব্যবধানে ফের বেড়েছে সোনার দাম। ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১৮ হাজার ৫৪৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস যা বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩.১৮ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আরও পড়ুন: কলেজটির ৭০ শিক্ষকের মধ্যে ৫৫ জনের সনদই জাল, তালিকায় অধ্যক্ষও

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি বিক্রি হবে ২ লাখ ৩২ হাজার ৯৩ টাকায়, ২১ ক্যারেট ২ লাখ ২১ হাজার ৭০৭ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৯০ হাজার ৩০ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৫৮ হাজার ১৫৩ টাকায়।

সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৬ হাজার ৭৩৭ টাকায়, ২১ ক্যারেট ৫ হাজার হাজার ৪২১ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৫০৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৪ হাজার ১২৮ টাকায়।


সর্বশেষ সংবাদ