স্কুল ব্যাংকিং

স্কুল-কলেজের শিক্ষার্থীরা অ্যাকাউন্ট খুলবে কীভাবে, রয়েছে যেসব সুবিধা

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে প্রায় ১৫ বছর ধরে চলছে ‘স্কুল ব্যাংকিং’ কার্যক্রম। ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, অর্থ ব্যবস্থাপনায় বাস্তব জ্ঞান অর্জন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে ওঠার ক্ষেত্রে এ উদ্যোগ বেশ গুরুত্বপূর্ণ। এতে ছোট থেকেই তাদের আর্থিক সুরক্ষাও নিশ্চিত হচ্ছে।

সরকার অনুমোদিত যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ৬-১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা মাত্র ১০০ টাকা প্রাথমিক জমা করে এ অ্যাকাউন্ট খুলতে পারবে। এ পর্যন্ত স্কুল ব্যাংকিং সেবার আওতায় এসেছে প্রায় ৪৬ লাখ শিক্ষার্থী। এদের মধ্যে ৫৩.৫২ শতাংশ গ্রামের এবং ৪৬.৪৮ শতাংশ শহরাঞ্চলের ছাত্রছাত্রী।

কারা কীভাবে হিসাব খুলবেন

সরকার অনুমোদিত যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ৬-১৮ বছরের কম বয়সী যে কোনো শিক্ষার্থী, মাত্র ১০০ টাকা প্রাথমিক জমা প্রদান করে এবং অভিভাবকের সহায়তায় একটি ব্যাংক হিসাব খুলতে পারবে। এ ধরনের ব্যাংক হিসাব পরিচালনার জন্য কোনো চার্জ বা ফি আদায় করা হয় না। পাশাপাশি দেয়া হয় আকর্ষণীয় মুনাফা।

হিসাব খোলার জন্য ব্যাংক থেকে প্রথমে নির্দিষ্ট ফরম নিয়ে তা পূরণ করতে হবে। হিসাব খুলতে ছাত্র-ছাত্রী এবং বাবা-মা কিংবা আইনগত অভিভাবক প্রত্যেকের দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি লাগবে। জন্মনিবন্ধন সনদ বা স্কুল প্রদত্ত আইডি কার্ডের ফটোকপি কিংবা অন্য গ্রহণযোগ্য সার্টিফিকেট দরকার হবে।

আরও পড়ুন: শহরের চেয়ে গ্রামের শিক্ষার্থীদের সঞ্চয়ে আগ্রহ বেশি

বাবা-মা কিংবা আইনগত অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, কিংবা তাদের পরিচয়ের প্রমাণ হিসেবে ছবিযুক্ত অন্য যে কোনো ডকুমেন্ট (চেয়ারম্যানের সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র, পাসপোর্টের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি ইত্যাদি) লাগবে। হিসাব খুলে প্রাথমিকভাবে জমা দেয়ার পরিমাণ মাত্র ১০০ টাকা। তবে চাইলে বেশি টাকা জমা করেও হিসাব খোলা যাবে।

যেসব সুবিধা পাওয়া যাবে

স্কুল ব্যাংকিং হিসাবে জমানো টাকা থাকে নিরাপদে। পাশাপাশি জমানো টাকার উপর ব্যাংকের প্রদত্ত আকর্ষণীয় সুদ/মুনাফা যোগ হবে। সবচেয়ে বড় সুবিধা এটিএম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রয়োজনে যে কোন স্থানের এটিএম বুথ থেকে টাকা উঠানো যাবে তবে কার্ডের জন্য কোন ফি দিতে হয় না। এছাড়া ফ্রি ইন্টারনেট ব্যাংকিং, ফ্রি এসএমএস ব্যাংকিং, অন্যান্য স্কিম ডিপোজিট করে জমানো টাকায় দীর্ঘমেয়াদি ও লাভজনক সঞ্চয় করা যাবে, বৃত্তি/উপবৃত্তির টাকা গ্রহণ করা যাবে, ঝামেলাহীন উপায়ে স্কুলের বেতন/ফি পরিশোধ করা যাবে এবং শিক্ষাবিমা সুবিধাও গ্রহণ করা যাবে।

লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
উদ্ভাবন ও প্রভাবের যাত্রায় আবারও বিইউপি প্রাঙ্গণে হাল্ট প্র…
  • ১৭ জানুয়ারি ২০২৬
নুরের আসনে বিদ্রোহী প্রার্থী, আরও কঠোর সিদ্ধান্ত নিল বিএনপি
  • ১৭ জানুয়ারি ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মায়ের বিরুদ্ধে দাদির মামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9