ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের বোর্ড সভা © টিডিসি ফটো
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। এতে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান এবং স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল।
এছাড়া সভায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) মো. ওমর ফারুক খাঁন, শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সাম্প্রতিক কার্যক্রম, আর্থিক অগ্রগতি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। এছাড়া শরী’আহ ভিত্তিক ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল ও গ্রাহকবান্ধব করতে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ উপস্থাপন করা হয়।