ইসলামী ব্যাংকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০২:০৩ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৮:৪৯ AM

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে গত রবিবার (১৫ জুন) এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
ঈদের পর কর্মস্থলে ফিরে সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খানের সভাপতিতে। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মুজমদার।
আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম ও মাহমুদুর রহমান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে এম মুনিরুল আলম আল-মামুন ও মো. মাকসুদুর রহমান।
আরও পড়ুন: ট্রাম্পের ঘোষণার পর তেহরান থেকে নিজ দেশের শিক্ষার্থীদের সরিয়ে নিল ভারত
স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সভাপতি ও ব্যাংকের সিনিয়র এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ এবং ধন্যবাদ জ্ঞাপন ও দোয়া-মোনাজাত করেন সমিতির সহসভাপতি ও ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব এ আলম।
প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার নির্বাহী, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময়, অনুভুতি প্রকাশ, মনোজ্ঞ সংগীত, আবৃত্তি ও নির্মল কৌতুক পরিবেশন করা হয়।