ট্রাম্পের ঘোষণার পর তেহরান থেকে নিজ দেশের শিক্ষার্থীদের সরিয়ে নিল ভারত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০১:৪৮ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ১০:৫৮ PM
ইরান-ইসরায়েল সংঘাতের কারণে তেহরানে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি যারা পরিবহনের দিক থেকে ‘স্বনির্ভর’ তাদেরও দ্রুত শহর ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘এর বাইরে, কিছু ভারতীয় নাগরিককে আর্মেনিয়ার সীমান্ত দিয়ে ইরান ছাড়তে সহায়তা করা হয়েছে।’
আরও পড়ুন: তেহরান ফাঁকা করতে বললেন ট্রাম্প
তবে ইরানে ঠিক কতজন ভারতীয় নাগরিক এই পরিস্থিতির মধ্যে পড়েছেন সে বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি মন্ত্রণালয়। গত বছরের সরকারি তথ্য অনুযায়ী, ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন।
এই সতর্কবার্তা আসে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের প্রায় এক কোটি বাসিন্দাকে ‘অতিসত্বর’ শহর ছাড়ার আহ্বান জানান।
ট্রাম্প একই বার্তায় ইরানকে পারমাণবিক চুক্তিতে দ্রুত স্বাক্ষর করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ইরানের উচিত ছিল সেই চুক্তিতে স্বাক্ষর করা। আমি তাদের আগেই বলেছিলাম। এটা লজ্জাজনক, কত প্রাণের অপচয় হলো। আমি আবারও বলছি—ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। সবাই এখনই তেহরান থেকে সরে যান।’