তেহরান ফাঁকা করতে বললেন ট্রাম্প

ট্রাম্প
ট্রাম্প  © সংগৃহীত

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধাবস্থার মধ্যেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অস্বাভাবিক বিবৃতি দিয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া পোস্টে তিনি তেহরান থেকে সবাইকে সরে যেতে বলেন।

ট্রাম্প একই বার্তায় ইরানকে পারমাণবিক চুক্তিতে দ্রুত স্বাক্ষর করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ইরানের উচিত ছিল সেই চুক্তিতে স্বাক্ষর করা। আমি তাদের আগেই বলেছিলাম। এটা লজ্জাজনক, কত প্রাণের অপচয় হলো। আমি আবারও বলছি—ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। সবাই এখনই তেহরান থেকে সরে যান।’

বিশ্লেষকদের ধারণা, ইরানিদের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির উদ্দেশ্যে এ ধরনের বার্তা দিয়েছেন ট্রাম্প।

এদিকে এ নিয়ে চতুর্থ দিনের মতো মুখোমুখি অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের এই দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। সংঘাতের মাত্রা ক্রমেই তীব্র হচ্ছে, আর উভয় পক্ষই যেন এক অনিবার্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।

তেহরানে অবস্থানরত সিবিএস নিউজের প্রতিবেদক সৈয়দ বাত্তাহেয়ি জানান, শহরের আকাশজুড়ে শোনা গেছে বিমান বিধ্বংসী অস্ত্রের গর্জন। হাজার হাজার মানুষ শহর ছাড়ার চেষ্টা করায় মূল সড়কগুলোতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বাত্তাহেয়ি আরও জানান, রাজধানীর ৮০ থেকে ৯০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল সারা দিনজুড়ে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence