তেহরান ফাঁকা করতে বললেন ট্রাম্প

১৭ জুন ২০২৫, ১০:২৭ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৪ PM
ট্রাম্প

ট্রাম্প © সংগৃহীত

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধাবস্থার মধ্যেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অস্বাভাবিক বিবৃতি দিয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া পোস্টে তিনি তেহরান থেকে সবাইকে সরে যেতে বলেন।

ট্রাম্প একই বার্তায় ইরানকে পারমাণবিক চুক্তিতে দ্রুত স্বাক্ষর করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ইরানের উচিত ছিল সেই চুক্তিতে স্বাক্ষর করা। আমি তাদের আগেই বলেছিলাম। এটা লজ্জাজনক, কত প্রাণের অপচয় হলো। আমি আবারও বলছি—ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। সবাই এখনই তেহরান থেকে সরে যান।’

বিশ্লেষকদের ধারণা, ইরানিদের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির উদ্দেশ্যে এ ধরনের বার্তা দিয়েছেন ট্রাম্প।

এদিকে এ নিয়ে চতুর্থ দিনের মতো মুখোমুখি অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের এই দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। সংঘাতের মাত্রা ক্রমেই তীব্র হচ্ছে, আর উভয় পক্ষই যেন এক অনিবার্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।

তেহরানে অবস্থানরত সিবিএস নিউজের প্রতিবেদক সৈয়দ বাত্তাহেয়ি জানান, শহরের আকাশজুড়ে শোনা গেছে বিমান বিধ্বংসী অস্ত্রের গর্জন। হাজার হাজার মানুষ শহর ছাড়ার চেষ্টা করায় মূল সড়কগুলোতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বাত্তাহেয়ি আরও জানান, রাজধানীর ৮০ থেকে ৯০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল সারা দিনজুড়ে।

স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে, আবে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসে এগিয়ে ‘এ-২’ শিফট
  • ২৪ জানুয়ারি ২০২৬
সিগারেট-নেশাকে ছেলেমেয়েরা প্রায়ই ফ্যাশনেবল মনে করে, বাস্তব…
  • ২৪ জানুয়ারি ২০২৬
‘ফ্যমিলি কার্ড দেওয়ার নামে কিছু জায়গায় টাকা চাইছে প্রতারক চ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সি…
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কুল হবে ল্যাবরেটরি, কমিউনিটি ক্লিনিক মিনি হাসপাতাল’—৬ পয়ে…
  • ২৪ জানুয়ারি ২০২৬