সহকারী অধ্যাপক পদে পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ

মাউশি লোগো
মাউশি লোগো  © ফাইল ছবি

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের কর্মকর্তাগণের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে বিষয়ভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে আগামী মঙ্গলবারের মধ্যে তা জানাতে বলা হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে। মাউশির উপপরিচালক (কলেজ-১) মো. ওয়াহিদুজ্জামান এতে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের কর্মকর্তাগণের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে বিষয়ভিত্তিক খসড়া তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে প্রদর্শন করা হলো। খসড়া তালিকায় যে সকল কর্মকর্তার নামের পাশে মন্তব্য কলামে 'এসিআর নেই' সংক্রান্ত মন্তব্য রয়েছে সে সকল কর্মকর্তাকে ৫ জুলাইয়ের মধ্যে এসিআর নিম্নস্বাক্ষরকারীর নিকট জমা দিতে হবে।’’

এতে আরও বলা হয়, ‘‘এসিআর ছাড়া অন্য যে কোন ভুল যেমন বর্তমান কর্মস্থল (কোন কলেজে সংযুক্ত থাকলে কলেজের নাম অবশ্যই উল্লেখ করতে হবে), নিয়োগ ও যোগদানের তারিখ, স্থায়ীকরণের তারিখ, জন্ম তারিখ, নিজ জেলা, জ্যেষ্ঠতা সংক্রান্ত আপত্তি, সিনিয়র স্কেল সংক্রান্ত আপত্তি অথবা খসড়া তালিকায় নাম না থাকলে তাদেরকে প্রামাণ্য কাগজপত্রসহ আবেদন আগামী ৫ জুলাইয়ের মধ্যে gradation2022@gmail.com ঠিকানায় প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

সহকারী অধ্যাপক পদে পদোন্নতির খসড়া তালিকা দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ