নভেম্বরেই ক্লাস শুরুর পরিকল্পনা মাউশির

০১ নভেম্বর ২০২০, ০৬:৩২ PM
ক্লাস করছেন শিক্ষার্থীরা

ক্লাস করছেন শিক্ষার্থীরা © ফাইল ফটো

আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে নভেম্বর মাস থেকেই ক্লাস শুরুর পরিকল্পনা করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে কাজও শুরু করেছে তারা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্যমতে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নিতে চায় শিক্ষা মন্ত্রণালয়। আর সেজন্য চলমান করোনা পরিস্থিতি গভীর ভাবে পর্যবেক্ষণ করছে তারা। পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত নিশ্চিত করতে কি করা যায় সেচি। ক্লাসে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব।

এ প্রসঙ্গে জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি মাস থেকেই আমরা সীমিত পরিসরে ক্লাস শুরু করার চিন্তা ভাবনা করছি। তবে সবকিছু নির্ভর করছে স্বাস্থ্য পরিস্থিতির (হেলথ ইস্যু) উপর।’

মাউশি মহাপরিচালক বলেন, ১৪ নভেম্বর পর্যন্ত আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর ক্লাস শুরু করা যায় কিনা সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা যেন অন্তত দশম শ্রেণির ক্লাস শুরু করতে সেভাবেই এগানো হচ্ছে। বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের জন্য বিশেষ ব্যবস্থায় ক্লাস শুরুর চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সব কিছুই আসলে আমাদের করোনা পরিস্থিতি কোন দিকে যায়, সেটির উপর নির্ভর করছে। তবে আমরা যাই করিনা কেন তা স্বাস্থ্যবিধি মেনেই করা হবে। শিক্ষার্থীরা যাতে নিরাপদ থাকে সেজন্য এ বিষয়গুলো মানতেই হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে এ বছর জেএসসি-জেডিসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেরিতে হলেও নিতে চায় শিক্ষা মন্ত্রণালয়।

ট্যাগ: মাউশি
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬