ব্যাংকে জমা হয়েছে এমপিও শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ০১:৪৭ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২০, ০১:১৪ AM
ঈদুল আজহা উপলক্ষে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বোনাসের টাকা ব্যাংকে জমা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদফতরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাসের টাকা সরকারি চারটি ব্যাংকে পাঠানো হয়েছে। ব্যাংকগুলো হল সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী। আটটি চেকের মাধ্যমে ওই অর্থ জমা দেয়া হয়েছে।
শিক্ষক-কর্মচারীদের প্রত্যেকের বোনাসের টাকা নিজের ব্যাংক হিসাব থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত উত্তোলন করে নেওয়া যাবে। এর আগে গত সোমবার ঈদ বোনাসের সরকারি আদেশে জারি করে শিক্ষা মন্ত্রণালয়। বিধি অনুসারে এমপিও শিক্ষক-কর্মচারীরা ২৫ শতাংশ উৎসব ভাতা পাবেন।
জানা গেছে, আগামী ১ আগস্ট সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তাই জুলাই মাসের বেতন অনুসারে ভাতা পাচ্ছেন শিক্ষকরা।