এসএসসি ও সমমানের ফল: বৃত্তি পাচ্ছেন ২৮ হাজার শিক্ষার্থী

০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৫ PM
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উল্লাস: ফাইল ফটো

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উল্লাস: ফাইল ফটো

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ২৮ হাজার ৩৫০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে ৩ হাজার ৭৫০ জন মেধাবৃত্তি এবং ২৩ হাজার ৮৫০ জনকে সাধারণ বৃত্তি পাবে। ৩ সেপ্টেম্বর সমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি’র ফলের ভিত্তিতে মোট তিন হাজার পরীক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হবে। আর সাধারণ বৃত্তি দেওয়া হবে ২২ হাজার ৫০০ জনকে। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ৬০০ শিক্ষার্থী মেধাবৃত্তি এবং ৭৫০ জন সাধারণ বৃত্তি পাবে। অন্যদিকে আলিম পরীক্ষার ভিত্তিতে ১৫০ জনকে মোধাবৃত্তি এবং ৬০০জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

জানা যায়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ফলের ভিত্তিতে এ বছর মেধাবৃত্তির জন্য মাসিক ৬০০ টাকা এবং বার্ষিক এককালীন অনুদান ৯০০ টাকা দেওয়া হবে। অন্যদিকে সাধারণ বৃত্তির জন্য মাসিক ৩৫০ এবং বাৎসরিক এককালীন হিসেবে ৪৫০ টাকা অনুদান দেওয়া হবে।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় দাখিল পরীক্ষার ফলে ভিত্তিতে মেধাবৃত্তির জন্য মাসিক ৬০০ এবং বার্ষিক এককালীন হিসেবে এক হাজার ৫০ টাকা অনুদান দেওয়া হবে। সাধারণ বৃত্তির জন্য প্রতি মাসে ভাতা দেওয়া হবে ৩০০ টাকা এবং এককালীন অনুদান দেওয়া হবে ৬০০ টাকা।

আলিম পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবৃত্তি দেওয়া হবে ৭৫০ টাকা এবং বার্ষিক একালীন অনুদান দেওয়া হবে এক হাজার ৮০০ টাকা। সাধারণ বৃত্তির জন্য প্রতি মাসে ভাতা দেওয়া হবে ৩৫০ টাকা এবং বার্ষিক এককালীন অনুদান দেওয়া হবে ৭৫০ টাকা।

সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬
সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
  • ২৪ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬