বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ জুন ২০২৩, ০৪:৩৯ PM , আপডেট: ২০ জুন ২০২৩, ০৫:০২ PM
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। উৎসব ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
স্কুল কলেজের শিক্ষকদের মূল বেতনের ২৫ শতাংশ ও কর্মচারীদের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন। শিক্ষক-কর্মচারীরা আগামী ২৬ জুন পর্যন্ত উৎসব ভাতার টাকা তুলতে পারবেন।