২৪ শিক্ষাপ্রতিষ্ঠানের অডিট আপত্তির পূর্ণাঙ্গ নিষ্পত্তির সভা কাল

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটাে

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতাধীন ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের অডিট আপত্তির পূর্ণাঙ্গ নিষ্পত্তির জন্য সভা ডাকা হয়েছে। আগামীকাল সোমবার এই সভা অনুষ্ঠিত হবে। 

শুক্রবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘শিক্ষা অডিট অধিদপ্তর (পূর্বের স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তর) কর্তৃক সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) কার্যালয়ে ২০১৩-১৪ থেকে ২০১৬-১৭ অর্থবছরের অডিট পরিচালিত হয়। উক্ত অডিটে পরিলক্ষিত আপত্তিসমূহের নিষ্পত্তির জন্য মাউশি থেকে ব্রডশিট জবাবসমূহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রেরণ করা হয়। পরবর্তীতে শিক্ষা অডিট অধিদপ্তর ৩২টি অডিট আপত্তি পূর্ণাঙ্গ নিষ্পত্তি, ০৮টি (ভ্যাট ও আইটি সংক্রান্ত) অডিট আপত্তি আংশিক নিষ্পত্তি ও ০৫টি অডিট আপত্তি অনিষ্পন্ন ঘোষণা করে।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘মাউশি থেকে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ যথাযথ ব্রডশিট জবাব চেয়ে পত্র প্রেরণ করা হয়েছিল। এমতাবস্থায় অবশিষ্ট অনিষ্পন্ন অডিট আপত্তির পূর্ণাঙ্গ নিষ্পত্তির নিমিত্তে আগামীকাল সোমবার দুপুর ১২টায় মাউশির মহাপরিচালকের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (২৪টি) ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে যথাসময়ে আবশ্যিকভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence