শিক্ষাপ্রতিষ্ঠানে আয়-ব্যয়ে মাউশির ১০ নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান, আঞ্চলিক কার্যালয়, শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, জেলা শিক্ষা কার্যালয়, সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সমূহে আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি মাউশির মহাপরিচালক অদ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘‘শিক্ষা অডিট অধিদপ্তর এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন অর্থ বছরে নিরীক্ষা কার্য সম্পাদন পূর্বক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয়, সরকারি কলেজ, শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, জেলা শিক্ষা কার্যালয়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা শিক্ষা অফিস, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা
প্রতিষ্ঠানসমূহে আয়-ব্যয়ের ক্ষেত্রে আয়কর, মূল্য সংযোজন কর, উৎসে আয়কর কর্তন, পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ সহ সংশ্লিষ্ট আর্থিক বিধিবিধান অনুসরণ করা হয় না মর্মে অডিট আপত্তি উত্থাপন করে। বর্ণিত প্রেক্ষাপটে আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে নিম্নোক্ত বিষয়াদি অনুসরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’’

আরও পড়ুন: রাজধানীতে রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আয়-ব্যয়ে মাউশির ১০ নির্দেশনা
১. পিপিএ-২০০৬, পিপিআর-২০০৮ ও সংশ্লিষ্ট আর্থিক বিধিবিধান প্রতিপালন করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ব্যয় নির্বাহ করতে হবে।
২. প্রতিষ্ঠানের অর্থ সংস্থান মোতাবেক অর্থ ব্যয় করতে হবে।
৩. প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) কর্তনপূর্বক সরকারি
কোষাগারে (চালানের মাধ্যমে) জমা করতে হবে।
৪. অগ্রিম উত্তোলিত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সমন্বয়ের মাধ্যমে প্রচলিত সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
৫. প্রদত্ত বরাদ্দ বর্ণিত কোডসমূহের বিপরীতে বিদ্যমান সরকারি নীতিমালা অনুসারে ব্যয় করতে হবে এবং কোনভাবেই অতিরিক্ত অর্থ ব্যয় করা যাবে না।
৬. এক কোডে বরাদ্দকৃত অর্থ অন্য কোডে ব্যয় করা যাবে না।
৭. নিরীক্ষা কার্য সম্পাদনের জন্য বাজেট রেজিষ্টার, ক্যাশ বই, চেক ইস্যু সংক্রান্ত রেজিস্টার, স্টক রেজিস্টার, বিল রেজিস্টার ও বিল-ভাউচার সংক্রান্ত সকল ফাইল সংরক্ষণ করতে হবে।
৮. অব্যয়িত অর্থ নির্ধারিত সময়ের মধ্যে সমর্পণ করে সমন্বয়ের প্রত্যয়নপত্র সংরক্ষণ করতে হবে।
৯. প্রতিষ্ঠানের সম্পত্তি সংক্রান্ত আয়-ব্যয়ের (ভাড়া, ইজারাসহ ) ক্ষেে সরকারি প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে।
১০. অর্থ ব্যয়ের ক্ষেত্রে সময়ে সময়ে জারিকৃত সকল সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।


সর্বশেষ সংবাদ