গবেষণায় শীর্ষে ঢাবি, দ্বিতীয় বুয়েট

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের লোগো
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের লোগো  © ফাইল ফটো

২০১৯ সালে বাংলাদেশ থেকে গবেষণা নিবন্ধসহ ৬ হাজার বৈজ্ঞানিক ডকুমেন্টস প্রকাশিত হয়েছে। প্রকাশের ক্ষেত্রে সম্মিলিতভাবে দেশের শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থান দখল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তালিকায় দ্বিতীয় হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

যুক্তরাষ্ট্রভিত্তিক 'স্কোপাস ডাটাবেইজ'-এর বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশের গবেষণা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ম্যাগাজিন ‘সায়েন্টিফিক বাংলাদেশ।’ শীর্ষ ১০-এ এবার দেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।

দেশের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান হিসেবে তৃতীয় স্থানে রয়েছে আন্তর্জাতিক উদরায়ময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি)। তাদের প্রতিবেদন অনুসারে চতুর্থ স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরপর আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে স্কোপাস ডাটাবেইজের সহায়তায় বাংলাদেশের গবেষণা পরিস্থিতির তালিকা প্রকাশ করে আসছে সায়েন্টিফিক বাংলাদেশ। এবারই প্রথমবারের মতো বাংলাদেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এই তালিকায়।


সর্বশেষ সংবাদ