ডেস্ক ক্যালেন্ডার বাজেয়াপ্ত, বাজারে যাবে না: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কাটা পড়ায় ক্যালেন্ডারটি প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয়। তবে আগেরটি বেশ কয়েকজনের মধ্যে বন্টন করা হয়েছে। এখন থেকে পুরনোটির বন্টন বন্ধ রাখা হয়েছে। নতুনভাবে প্রকাশ করে সকলের কাছে পাঠানোর কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডারে অনিচ্ছাকৃত ভুলটি আমার নজরে আসলে সেটির বন্টন বন্ধ রাখার নিদের্শ দেয়া হয়েছে। ডেস্ক ক্যালেন্ডারটি বাজেয়াপ্ত করা হয়েছে। এটি আর বাজারে যাবে না।

এছাড়া তিনি আরও বলেন, ডেস্ক ক্যালেন্ডারটি নতুনভাবে প্রকাশ করে পুনঃবন্টনের নির্দেশনা সংশ্লিষ্টদের প্রদান করেছি।

বঙ্গবন্ধুর ছবি কাটা পড়া ডেস্ক ক্যালেন্ডারটি

 

এদিকে ডেস্ক ক্যালেন্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কাটা পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তো বটেই, খোদ বিশ্ববিদ্যায়েও ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন শিক্ষক। তারা বলছেন, এ ধরণের ভুল কাম্য নয়। এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ক্যালেন্ডারে একই ধরণের ভুল পাওয়া যায়।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ২০২০ সালের ডেস্ক ক্যালেন্ডারের মে মাসের পাতায় স্পাইরাল বাইন্ডিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথার কিছু অংশ কাটা পড়েছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কাটা সাধারণ বিষয় নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল বিষয়টি লক্ষ্য রেখে কাজ করা। কিন্তু তা হয়নি। হামীম নামে এক শিক্ষার্থী বলেন, বিষয়টি স্পর্শকাতর। আমরা এর নিন্দা জানাচ্ছি।

এর আগে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ছবির তেমন কোন সমস্যা নাই। বাইন্ডিংয়ে সমস্যা হয়েছে। ভিসি স্যারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব।’

এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৯ সালের ডেস্ক ক্যালেন্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে আদালতে মামলা হয়। অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয় ১২ পৃষ্ঠার ডেস্ক ক্যালেন্ডারের স্পাইরাল বাইন্ডিংয়ের একটি পাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির মাথার কিছু অংশ কাটা পড়েছে। এরপর শুরু হয় বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা ছড়িয়ে পড়ে। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence