ঢাবির ডেস্ক ক্যালেন্ডারে কাটা পড়ল বঙ্গবন্ধুর ছবি

২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২২ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কাটা পড়ার অভিযোগ উঠেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো বটেই, খোদ বিশ্ববিদ্যায়েও ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন শিক্ষক। তারা বলছেন, এ ধরণের ভুল কাম্য নয়। এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ক্যালেন্ডারে একই ধরণের ভুল পাওয়া যায়। 

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ২০২০ সালের ডেস্ক ক্যালেন্ডারের মে মাসের পাতায় স্পাইরাল বাইন্ডিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথার কিছু অংশ কাটা পড়েছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বলছে, ভুলটি অনাকাঙ্ক্ষিত। খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কাটা সাধারণ বিষয় নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল বিষয়টি লক্ষ্য রেখে কাজ করা। কিন্তু তা হয়নি। হামীম নামে এক শিক্ষার্থী বলেন, বিষয়টি স্পর্শকাতর। আমরা এর নিন্দা জানাচ্ছি।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ছবির তেমন কোন সমস্যা নাই। বাইন্ডিংয়ে সমস্যা হয়েছে। ভিসি স্যারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব।’

আর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এমনটি আসলে হওয়ার কথা নয়। আমি আজকেই এ ব্যাপারে খোঁজ নিব।

ঢাবির ডেস্ক ক্যালেন্ডার

এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৯ সালের ডেস্ক ক্যালেন্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে আদালতে মামলা হয়। অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয় ১২ পৃষ্ঠার ডেস্ক ক্যালেন্ডারের স্পাইরাল বাইন্ডিংয়ের একটি পাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির মাথার কিছু অংশ কাটা পড়েছে। এরপর শুরু হয় বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা ছড়িয়ে পড়ে। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উপহার পেলেন মির্জা ফখরুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
রোববার ইশতেহার ঘোষণা করছে না জামায়াত, জানা গেল নতুন তারিখ
  • ৩১ জানুয়ারি ২০২৬
কোনো কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেল কি হবে?
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইসির অনলাইন কার্ড আবেদনে কয়েক হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ
  • ৩১ জানুয়ারি ২০২৬