মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ওয়েবের বর্ষবরণ উৎসব

অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ।  © টিডিসি ফটো

বিগত বছরের ন্যায় এ বছরও মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ওয়েবের উদ্যোগে ‘পহেলা বৈশাখ’ পালিক হয়েছে। এ উপলক্ষে ঢাকায় অবস্থানরত মির্জাগঞ্জবাসীর জন্য রবিবার পান্তা ইলিশ ভোজনের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজ চত্বরে এ ভোজনের আয়োজন করা হয়েছিল।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম সজীবের উপস্থাপনায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটি মূলত শিক্ষার্থীদের হলেও বিগত কয়েক বছর যাবৎ অত্র সংগঠনের আয়োজনে বাঙলা নববর্ষের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই স্থানে হওয়ায় অনুষ্ঠান ঢাকায় অবস্থানরত মির্জাগঞ্জবাসীর এক মিলনমেলায় পরিণত হয়েছে।

অনুষ্ঠানটির তিনটি পর্বের মধ্যে সকলের উপস্থিতিতে পান্তা ইলিশের ভোজন প্রথমপর্বে। দ্বিতীয়পর্বে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের সকলের সাথে কুশল বিনিময়, তৃতীয় পর্বে খেলাধুলা, র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ওয়েবের উপদেষ্টা, পরিচালক, সদস্যবৃন্দ ও ঢাকায় অবস্থানরত অনুষ্ঠানে মির্জাগঞ্জের প্রায় দুই শতাধিক লোক উপস্থিত ছিল। সভাপতি মো.কামরুল হাসান এর সমাপনী বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ