ডাকসু নির্বাচনে প্রার্থীদের বয়স নির্ধারণ হচ্ছে

২৯ জানুয়ারি ২০১৯, ০২:২৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে প্রশাসন। নিয়মিত ছাত্রের এক্ষেত্রে বয়সসীমা ২৭ থেকে ৩০ এর মধ্যে বিবেচনায় রয়েছে। বিভিন্ন সংগঠনের দেয়া সুপারিশ ও ছাত্রত্ব টিকে থাকার সময় নিয়ে বিষয়টি আমলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সসদ্যরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

জানা যায়, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি অনুষ্ঠিত প্রাধ্যক্ষদের সভায় প্রার্থীদের বয়স নিয়ে আলোচনা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর ছাত্রত্ব কত বছরে শেষ হয় তা বের করা হয়। নিয়মিত চার বছর, ড্রপ দিয়ে দুই বছর সর্বমোট ছয় বছর ও মাস্টার্সের ক্ষেত্রে দুই বছরে শেষ করতে পারবে। অনার্সের ক্ষেত্রে অতিরিক্ত উপাচার্যের বিশেষ বিবেচনায় এক বছর ও আচার্যের বিবেচনায় এক বছর ধরে সর্বমোট আট বছর সময় নিয়ে অনার্স শেষ করতে পারবে। মাস্টার্সের ক্ষেত্রে নিয়মিত দুই বছর, উপাচার্য ও আচার্যের বিবেচনায় নিলে চার বছরে সম্পন্ন হয়।

এদিকে ডাকসু নির্বাচনের জন্য নিয়োগকৃত প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক এসএম মাহফুজুর রহমান বলেন, ডাকসু নির্বাচনে প্রার্থীদের বয়সসীমা বাড়ানোর বিষয়টি বিবেচনাধীন আছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, বয়স নির্ধারণের বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। সিন্ডিকেটের সভার পর সব ব্যাখ্যা পাওয়া যাবে।

তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
  • ২৯ জানুয়ারি ২০২৬
আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউসাসের ‘নীতি সংলাপে’ অতিথি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘মির্জা আব্বাসের এলাকা’ দাবি করে প্রচারণায় বাধা যুবদল নেতার…
  • ২৯ জানুয়ারি ২০২৬