ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির নীতি সম্মেলনের প্রধান অতিথি প্রেস সচিব শফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের ছবি © টিডিসি ফটো
ভুল তথ্য, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সুশাসন ও গণতন্ত্রে এর প্রভাব নিয়ে অপতথ্য বিষয়ক নীতি সম্মেলন: শাসন ব্যবস্থা ও গণতন্ত্রের সামনে চ্যালেঞ্জ’ নীতি সংলাপ আয়োজন করতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)।
আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (এসটিসি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নীতি সংলাপ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ জানান, বর্তমান সময়ে ভুল তথ্য, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার যেভাবে রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রকে প্রভাবিত করছে— সে বিষয়ে প্রধান অতিথির অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নীতি সংলাপকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন তারা।
তিনি জানান, এ সংলাপে গণমাধ্যমের দায়িত্ব, তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং সুশাসন নিশ্চিত করতে নীতিনির্ধারক ও সাংবাদিকদের সম্মিলিত ভূমিকা নিয়েও আলোচনা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, ঢাকা পোস্টের সম্পাদক মো. কামরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলামসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।