জুরাইনে দুই ছাত্রীকে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল একজনের

সড়ক দুর্ঘটনায় নিহত মাইশা আক্তার মারিয়া
সড়ক দুর্ঘটনায় নিহত মাইশা আক্তার মারিয়া  © সংগৃহীত

স্কুলে যাওয়ার সময় রাজধানীর জুরাইনে ইজিবাইকের ধাক্কায় মাইশা আক্তার মারিয়া (৭) নামে এক ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ফাইজা (৯) নামে অপর শিক্ষার্থী। বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে জুরাইনের আশরাফ মাস্টার স্কুলের সামনে দুর্ঘটনায় হতাহতের এ ঘটা ঘটে।

স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মারিয়া ও ফাইজা স্কুলে যাচ্ছিলো। তারা স্কুলের সামনে পৌঁছালে দ্রুতগামী ব্যাটারিচালিত ইজিবাইক তাদের দু’জনকে ধাক্কা দেয়।

আরো পড়ুন: ফার্স্ট গার্ল ছাত্রীকে ‘ফেল করানোয়’ অপমানে ১২ তলা থেকে লাফ

আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে মারিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহত ফাইজা। এ ঘটনায় অটোচালককে আটক করা হয়েছে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!