পরীক্ষার হলে খাতা না দেখানোয় সুমনকে হত্যা করল সহপাঠীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৮:৩৫ AM , আপডেট: ২৪ জুন ২০২২, ০৮:৩৫ AM
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরীক্ষা চলাকালে খাতা না দেখানোয় এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহপাঠীদের বিরুদ্ধে। মারধরের ১০দিন পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ জুন) রাতে সুমন সেখ (১৪) মারা যায়। সে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
বৃহস্পতিবার (২৩ জুন) সুমনের মরদেহ নিজ গ্রামে নিয়ে আসা হয়। সুমন শাহজাদপুর উপজেলার বেলতৈল গ্রামের সুলতান প্রামাণিকের ছেলে। বেলতৈল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল সে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী ছিল সুমন।
সুমনের চাচা রজব আলী জানান, সুমন মেধাবী ও ভদ্র ছেলে ছিল। গত ১২ জুন অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালে তার সহপাঠী ২-৩ জন খাতা দেখতে চাইলে সুমন অস্বীকৃতি জানায়। পরে পরীক্ষা শেষে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে কয়েকজন সুমনের পথরোধ করে। পরে তারা লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে।
পরে অন্য সহপাঠীসহ স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। সুমনকে উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয়দিন চিকিৎসার পর বুধবার রাতে সে মারা যায়।
আরো পড়ুন: বোরকা পরে গিয়ে স্ত্রী-শ্বাশুড়িসহ তিনজনকে কুপিয়ে হত্যা স্বামীর
সুমনের সহপাঠী ও স্থানীয়রা জানান, সুমন দরিদ্র বাবা-মায়ের একমাত্র অবলম্বন। তার মৃত্যুতে একটি পরিবারেরও যেন মৃত্যু হলো।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করেনি। তাদেরকে হত্যা মামলার পরামর্শ দেয়া হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।