ইয়াবা-হেরোইনসহ আটক ইবি ছাত্র কারাগারে

০২ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৪ PM
আটক ইবি ছাত্র

আটক ইবি ছাত্র © ফাইল ফটো

ইয়াবা-হেরোইনসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)দ্বিতীয় বর্ষের ছাত্র সুমন আহমেদকে আটক করেছে কুষ্টিয়া র‍্যাব। তিনি বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। র‍্যাব সুমনকে তার নিজ বাড়ি কুষ্টিয়ার খাজানগর থেকে আটক করেছেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া র‍্যাব ও কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশ। আটকের পর র‍্যাবের বাদী হয়ে করা মামলায় সুমনকে কারাগারে পাঠিয়েছে কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশ।

জানা গেছে, সুমন কুষ্টিয়ার খাজানগর সুবর্ণা অটো রাইস মিল মালিক মোহাম্মদ জিন্নাহ আলীর ছেলে। গত ৩১ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব তার বাড়িতে অভিযান চালায়। এরপর তার বাড়ি থেকে ৩৫৪ পিস ইয়াবা ও ১৪ গ্রাম হেরোইন জব্দ করে র‍্যাব। আটকের পরের দিন গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) কুষ্টিয়া র‍্যাব বাদী হয়ে কুষ্টিয়া সদর মডেল থানায় মামলা দায়ের করে। সেই মামলার প্রেক্ষিতে সুমনকে কারাগারে পাঠিয়েছে কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশ।

র‍্যাব কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান বলেন, গত ৩১ আগস্ট অভিযান চালিয়ে সুমনের বাড়িতে ৩৫৪ পিস ইয়াবা ও ১৪ গ্রাম হিরোইন পেয়েছি। আমাদের কাছে তথ্য ছিল সুমনের কাছে ফেন্সিডিলও আছে। তবে তার বাড়িতে ফেন্সিডিল পাইনি। আমরা আটকের পরেরদিনই (১ সেপ্টেম্বর) তাকে থানায় সোপর্দ করেছি।’

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘র‍্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করেছে। আসামীকেও আমাদের হাতে সোপর্দ করেছে। মামলা দায়েরের দিনই (১ সেপ্টেম্বর) আসামীকে আমরা কোর্টে পাঠিয়েছি। আসামী এখন কারাগারে।’

বিশ্ববিদ্যালয়য়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি এখনো বিষয়টি অবগত হয়নি। খোঁজখবর নিয়ে দেখতে হবে।’

একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিশেষ টিকায় কমবে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি, কোন বয়সে নেওয়…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু আজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রা…
  • ২৭ জানুয়ারি ২০২৬