বিসিএস ক্যাডার পরিচয়ে বিয়ে, আত্মহত্যাকারী সেই গৃহবধূর স্বামী গ্রেপ্তার

মামুন মিল্লাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব
মামুন মিল্লাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব  © সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ের সংসদ সচিবালয় কোয়ার্টারে যে নারীর ঝুলন্ত লাশ পাওয়া গিয়েছিল, তার স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নুসরাত জাহানের লাশ উদ্ধারের দুদিন পর তার স্বামী মামুন মিল্লাতকে মঙ্গলবার (১৫ জুন) মধ্যরাতে ঢাকার কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-২। গত শনিবার (১২ জুন) নুসরাতের লাশ উদ্ধারের পর থেকে মামুন পলাতক ছিলেন।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। সোমবার জানা যায়, তিনি (মামুন) কল্যাণপুর থেকে বাসে উঠে চলে যাবেন। কল্যাণপুরে দীর্ঘ সময় অপেক্ষার পরে তাকে সেখানে পাওয়া যায়।

স্ত্রী নুসরাতের মৃত্যুর সাথে ‘জড়িত’ থাকার ঘটনা মামুন স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। তবে নুসরাতের মৃত্যু কি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। 

খাগড়াছড়ির আদিবাসী নারী নিবেদিতা রোয়াজা দুই বছর আগে বিয়ের পর নাম পরিবর্তন করে নুসরাত হয়েছিলেন। মামুন নিজেকে ৩৮তম বিসিএস এর নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে নুসরাতকে বিয়ে করেন। পরে নুসরাত জানতে পারেন, মামুন পুলিশ কর্মকর্তা নন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। 

মামুন পুলিশ কর্মকর্তা হিসেবে ভুয়া পরিচয় দিয়ে সংসদ সচিবালয়ের কোয়ার্টারে সাবলেট থাকছিলেন বলে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ সরকার জানিয়েছিলেন।

গত শনিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ সংসদ সচিবালয়ের বি-২ নম্বর কোয়ার্টারে গিয়ে বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নুসরাতের লাশ উদ্ধার করে।


সর্বশেষ সংবাদ