ভাগ্নেই সন্তানের প্রকৃত বাবা, অভিযোগ মামির

০৩ নভেম্বর ২০২০, ১০:১২ PM
বেগমগঞ্জ থানা

বেগমগঞ্জ থানা © ফাইল ফটো

নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরের বিরুদ্ধে মামিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার সৌদি প্রবাসীর স্ত্রী এ ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে থানায় মামলা করেন।

পরে, অভিযান চালিয়ে কিশোর ভাগ্নেকে আটক করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

দুপুরে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালীর শিশু আদালত-১ এর বিজ্ঞ বিচারক জয়নাল আবেদিনের আদালতে হাজির করা হয়। পরে বিচারক অভিযুক্তকে গাজীপুরের টঙ্গীতে আবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, বেগমগঞ্জ-৪ বিচারিক আদালতের বিচারক নবনীতা গুহ অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেছেন।

অভিযুক্ত কিশোর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের বাসিন্দা এবং নবম শ্রেণির শিক্ষার্থী। ওই কিশোর অভিযোগকারী নারীর বড় ননদের ছেলে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার ভুক্তভোগীর উদ্ধৃতি দিয়ে জানান, ওই নারী গত ডিসেম্বরে বড় ননদের ভাড়া বাসায় বেড়াতে যান। ওই সময় বাসায় কেউ না থাকার সুযোগে ননদের ছেলে তাকে ধর্ষণ করে। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

মঙ্গলবার ১১ মাস পর এক মাসের এক কন্যা শিশু কোলে নিয়ে বেগমগঞ্জ থানায় এসে তিনি ধর্ষণের কথা জানান ও শিশুর পিতা তার বড় ননদের ছেল বলে দাবি করেন। পরে পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬