বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা © সংগৃহীত
রাজধানীর সব সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের সুযোগসহ বিভিন্ন দাবিতে বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছেন চালকরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দুর্ভোগ এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে এ কর্মসূচি পালন শুরু করেন রিকশাচালকরা। এরপরই পুলিশের বার্তায় বলা হয়, বাড্ডা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করছেন অটোরিকশাচালকরা। যারা এ রুটে চলাচল করেন সবার প্রতি অনুরোধ থাকবে বিকল্প রাস্তা ব্যবহার করুন অথবা হাতে সময় নিয়ে বের হন।
বিকল্প রুট হিসেবে বলা হয়েছে, যারা রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড বা উত্তরার দিকে যাবেন, তারা বাড্ডা লিংক রোড থেকে বামে টার্ন করে গুলশান-১ হয়ে গুলশান-২ দিয়ে যেতে পারবেন। যারা উত্তরা থেকে আসবেন, তারা বাড্ডা রুটে না ঢুকে মহাখালী রুট হয়ে আসবেন।
আরও পড়ুন: ৩ ইস্যুতে আজও নির্বাচন কমিশন ঘেরাও করেছে ছাত্রদল
ঢাকা বৃহত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাটারিচালিত রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। তারা আকিজ কোম্পানীর তিন পদের ব্যাটারিচালিত রিকশা বিক্রি বন্ধ করার প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি ঢাকা দক্ষিণ-উত্তর সিটি কর্পোরেশনের অর্ন্তভুক্ত রিকশা-ভ্যানের নম্বর ২ লাখ ৪১ হাজার চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবি জানান।