খালেদা জিয়ার নামাজে জানাজা, কাল যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ PM
বেগম জিয়ার মরদেহ বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

বেগম জিয়ার মরদেহ বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে © সংগৃহীত ও সম্পাদিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা কাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া এভিনিউ সংলগ্ন  জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ এদিন সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে-কুড়িল ফ্লাইওভার-নৌ সদর দপ্তর হয়ে বাসভবন ফিরোজা-গুলশান-২-কামাল আতাতুর্ক এভিনিউ-এয়ারপোর্ট রোড-মহাখালী ফ্লাইওভার-জাহাঙ্গীর গেট-বিজয় সরণি-উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হবে।

ডিএমপি বলছে, জানাজা উপলক্ষে অতিরিক্ত জনসমাগম হবে, বিধায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষথেকে সহযোগিতা কামনা করছে। বেগম জিয়ার মরদেহ বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বুধবার সকাল ৭টা থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপির তথ্য অনুযায়ী, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডস্থ ফার্মগেটে নামার র‍্যাম্প বন্ধ থাকবে। এক্ষেত্রে এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেয়া হল। সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট বা বিজয়সরণী (কাজী নজরুল ইসলাম এভিনিউ) রোডে সীমিত গাড়ি চলাচল করবে। 
যথাসম্ভব কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়ক পরিহার করতে হবে।

ডিএমপির নির্দেশনায় আরও বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে বিজয়সরণীবা ফার্মগেটে সীমিত গাড়ি চলাচল করবে। বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা-শাহবাগ-মতিঝিল-পল্টন-গুলিস্থানগামী গাড়ি মহাখালী-জাহাঙ্গীরগেট-কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়ক এড়িয়ে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করেতে হবে।

এ ছাড়া মিরপুর অঞ্চল থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী গাড়িকে মানিকমিয়া এভিনিউ ও এর আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিংরোড হয়ে চলাচলের অনুরোধ করা হল। মিরপুর অঞ্চল থেকে রমনা-মতিঝিলগামী যান মিরপুর রোডের শ্যামলী থেকে বামে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড-লিংক রোড (বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড) হয়ে জাহাঙ্গীরগেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচল করবে।

অপরদিকে পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের দিকে গাড়ি চলাচল সীমিত করা হবে। ধানমন্ডি ৩২ নাম্বার ক্রসিং ও প্রয়োজনে সাইন্সল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিক সীমিত গাড়ি চলাচল করবে।

জানাজাস্থলকে খালি রাখার স্বার্থে কয়েকটি ক্রসিংয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এগুলো হল— ফার্মগেট পুলিশ বক্স ক্রসিং, ফার্মগেট ইন্দিরা রোড ক্রসিং, বিজয় সরণী ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, আসাদগেট ক্রসিং, রাপা প্লাজা ক্রসিং এবং গণভবন ক্রসিং। অর্থাৎ রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিকমিয়া এভিনিউ পশ্চিম প্রান্ত বা আড়ং পর্যন্ত, বিজয় স্মরণী ক্রসিং থেকে লেকরোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।

পার্কিংয়ের ক্ষেত্রে ঢাকা মহানগরের যানবাহন পুরাতন বাণিজ্য মেলার মাঠ এবং ঢাকার বাইরে থেকে আগত জনসাধারণের বাসসহ অন্যান্য যানবাহন মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নং সেক্টরের বৌ বাজার ও গরুর হাট এলাকা এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে ৩০০ ফিট সার্ভিস রোডে রাখা যাবে।

চবিতে আনোয়ারা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপির নির্বাচনী জোট থেকে সরে একক নির্বাচনের ঘোষণা মান্নার
  • ২১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের গড় বেতন কত শতাংশ বৃদ্ধির সুপারিশ করবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপির নির্বাচনী কমিটির দায়িত্বে থাকা ১ কর্মীর মরদেহ কুমার…
  • ২১ জানুয়ারি ২০২৬
দুই বাসের মাঝে চাপা পড়ে প্রাণ গেল হেলপারের
  • ২১ জানুয়ারি ২০২৬
‘প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও অর্থ কমিটিতে সাত কল…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9