মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার ভাঙচুর-অগ্নিসংযোগ

২০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ AM
সড়ক দুর্ঘটনায় নিহত ও পরবর্তীতে অগ্নিসংযোগের ছবি

সড়ক দুর্ঘটনায় নিহত ও পরবর্তীতে অগ্নিসংযোগের ছবি © টিডিসি

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন ট্রাফিক পুলিশের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সার্কিট হাউস এলাকার বিশ্বরোড সংলগ্ন স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোলাডাঙ্গা মহল্লার শাহ আলুমের ছেলে রিফাত এবং জোড়বাগান এলাকার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সার্কিট হাউস মোড় এলাকার একটি গলি রাস্তায় জেলা ট্রাফিক পুলিশ গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের জন্য চেকপোস্ট বসিয়েছিল। ওই সময় রিফাত ও সোহাগ একটি মোটরসাইকেলে করে সার্কিট হাউস রোড দিয়ে শহরের মেইন রোডে প্রবেশ করছিলেন। ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা দ্রুতগতিতে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে মহাসড়কে চলাচলরত একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে।

আরও পড়ুন: ড্যাফোডিলের হল পরিচালনায় ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানের নিজস্ব কোম্পানি, বছরে ব্যবসা আনুমানিক ৩৫ কোটি টাকা

দুর্ঘটনায় রিফাত ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। তারা শহরের শান্তিমোড় ও বিশ্বরোড এলাকায় অবস্থিত ট্রাফিক পুলিশ বক্স এবং একটি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালায়। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রীতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9