অপারেশন ডেভিল হান্ট
ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ঝালকাঠি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ PM
‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানে ঝালকাঠির নলছিটি উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিদের একজন হলেন নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সভাপতি হাসান বিশ্বাস। অপরজন হলেন নলছিটি উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাংগঠনিক সম্পাদক তুহিন মিত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর আলম ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) মো. তৌহিদুজ্জামান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নলছিটি উপজেলার সেওতা গ্রামের নিজ বাড়ি থেকে ছাত্রলীগ নেতা তুহিন মিত্রকে গ্রেপ্তার করে। তিনি সেওতা গ্রামের দুলাল মিত্রের ছেলে। অন্যদিকে বুধবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে নলছিটি থানা পুলিশের একটি দল উপজেলার চরকয়া গ্রামের নিজ বাড়ি থেকে ইউপি সদস্য হাসান বিশ্বাসকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার ওসি আরিফুর আলম বলেন, কাঁঠালিয়া থানার একটি মামলায় হাসান বিশ্বাসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, ঝালকাঠি সদর থানার রাজনৈতিক মামলায় তুহিন মিত্রকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে।