নিজ অফিসে এসে 'জুলাই রেভেলসের' দুই সদস্যকে কুপিয়ে জখম করল সন্ত্রাসীরা

‘জুলাই রেভেলস’-এর দুই সদস্যকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা
‘জুলাই রেভেলস’-এর দুই সদস্যকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা  © সংগৃহীত

রাজধানীর উত্তরায় নিজ সংগঠনের অফিসে ঢুকে ‘জুলাই রেভেলস’-এর দুই সদস্যকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহতরা হলেন ইউসুফ আলী রেদওয়ান ও মো. ইয়াসিন। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পর উত্তরা ৮ নম্বর সেক্টরের পাবলিক কলেজ–সংলগ্ন জুলাই রেভেলসের কার্যালয়ের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। এর আগে বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়ে তাঁরা অফিসে এসে বিশ্রাম নিচ্ছিলেন। পরে গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জুলাই রেভেলসের সহসংগঠক মো. পারভেজ  বলেন, ‘আজ (শনিবার) বিকেলে উত্তরার বিএনএস সেন্টারে হাদি ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে আমরা মানববন্ধন করি। মানববন্ধন শেষ করে সন্ধ্যার সময় তারা চা খেয়ে অফিসে বিশ্রাম নেওয়ার জন্য গিয়েছিল। অফিসটি এক রুমের। আশপাশে জনবসতি নেই।’

পারভেজ বলেন, ‘বিশ্রাম নেওয়ার সময় কিছু সন্ত্রাসী রেদওয়ান ও ইয়াসিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আহত রেদওয়ান সংগঠনের প্রস্তাবিত সহসংগঠক এবং ইয়াসিন সদস্য।’

তিনি বলেন, ‘রেদওয়ান ও ইয়াসিনের মাথায় কুপিয়ে জখম করা হয়। প্রথমে তাদেরকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে এবং পরে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।’

এদিকে জুলাই যোদ্ধাদের কুপিয়ে জখম করার খবর পেয়ে ওই বেসরকারি হাসপাতালে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত হয়েছেন। সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা  বলেন, ‘তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence