প্রেসক্লাব পাবনায় হামলা, তালা ঝুলিয়ে দিল দুর্বৃত্তরা

প্রেসক্লাব পাবনা
প্রেসক্লাব পাবনা  © সংগৃহীত

পাবনা শহরের মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত ‘প্রেসক্লাব পাবনা’য় প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ক্লাবের অফিস সহায়ককে বের করে দেওয়া হয় এবং সভাপতিকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।  

প্রত্যক্ষদর্শী ও ক্লাবের অফিস সহকারী মো. জিহাদ জানান, দুপুরে হঠাৎ ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল ক্লাবে প্রবেশ করে সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লবকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে আমাকে জোরপূর্বক অফিস থেকে বের করে দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা।  

এ বিষয়ে ‘প্রেসক্লাব পাবনা’র সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব অভিযোগ করে বলেন, “সংগঠনের সম্পাদক জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্লাবটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় তার লোকজন দিয়ে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় আমি পাবনা সদর থানায় লিখিত অভিযোগ ও জিডি করেছি। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এ ঘটনায় পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, প্রেসক্লাবের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হামলা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাবনা এনএসআইয়ের যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল বলেন, নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক ও উদ্বেগজনক। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। যে বা যারাই এর সঙ্গে জড়িত থাকুক, সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence