গভীর রাতে জেলা নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ AM
লক্ষ্মীপুর জেলা নির্বাচন

লক্ষ্মীপুর জেলা নির্বাচন © সংগৃহীত

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের স্টোররুমে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে মাস্ক পরিহিত এক যুবককে দেওয়াল টপকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে এবং পরে বের হয়ে যেতে দেখা গেছে।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, মাস্ক পরা ওই যুবক গেটের পশ্চিম পাশের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই স্টোররুমের ভেতর থেকে আগুনের রশ্মি দেখা যায়। এরপর ওই যুবক আবার গেট টপকে কার্যালয় থেকে বের হয়ে যায়।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, মাস্ক পরিহিত এক যুবক জানালার কাঁচ ভেঙে অথবা খুলে ভেতরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। সে সময় কার্যালয়ের ভেতরে দারোয়ান হামিম ঘুমিয়ে ছিলেন। তিনি আগুনের বিষয়টি টের পেয়ে ‘কে কে’ বলে চিৎকার করলে আগুন লাগানো যুবক দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। পাশাপাশি একটি অকেজো ডেস্কটপ-সিপিইউসহ কিছু সরঞ্জাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন নেভাতে বেশি সময় লাগেনি।

আরও পড়ুন: ঢাবির তিন অনুষদের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৩৭ জন

তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে তিনি নিজে এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ কার্যালয়ে এসে পরিস্থিতি পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নিয়মিত নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, আগুনে কার্যালয়ের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে দ্রুত ঘটনাটি নজরে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, নির্বাচন কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত হল যেকারণে
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাবিতে জয়পুরহাট স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অনিক, …
  • ১০ জানুয়ারি ২০২৬
মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর শিক্ষাবিদ ইরফানুল বারী আর নেই
  • ১০ জানুয়ারি ২০২৬
‎লাখাইয়ে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০
  • ১০ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন
  • ১০ জানুয়ারি ২০২৬
নদীর পাড়ে পড়েছিল চোখ উপড়ে ফেলা মাদ্রাসা ছাত্রের মরদেহ
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9