৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩, আছেন স্বেচ্ছাসেবক দল নেতাও

২৯ নভেম্বর ২০২৫, ০২:০৫ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০২:০৫ PM
স্বেচ্ছাসেবক দলের নেতা মো. বাবুল মিয়াসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ

স্বেচ্ছাসেবক দলের নেতা মো. বাবুল মিয়াসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ © টিডিসি

কুমিল্লার দেবিদ্বার উপজেলার কালিকাপুর এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা মো. বাবুল মিয়াকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে দেবিদ্বার থানার এসআই (নিঃ) ভবতোষ কান্তি দে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এসময় তার সঙ্গে থাকা দুই যুবক—মো. মোস্তফা (২২) ও মো. সিয়াম (১৯)-কেও আটক করা হয়।

পরের দিন (শুক্রবার) তাদেরকে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করা হয় বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ ইয়াসিন।  

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও ৯৯৯-এর তথ্যের ভিত্তিতে কালিকাপুর সিএনজি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে জাফরগঞ্জের ভিরাল্লা স্টেশনে আবারও অভিযান চালানো হলে পলাতক সহযোগী মো. জাকির হোসেন (৩৫) পুলিশ দেখে পালিয়ে যায়। তবে তার ফেলে যাওয়া বাজারের ব্যাগ থেকে আরও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, গ্রেফতার হওয়া বাবুল মিয়া দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা এবং সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সির ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বাবুল মিয়াসহ তিনজনকে আটকের পর তাদের নামে মামলা হয়েছে এবং আটকের পরের দিন তাদেররেক কোর্টে চালান করা হয়েছে।

 

 

তিন সম্পাদকসহ জকসুতে যে ৪ পদে জয়ী ছাত্রদল
  • ০৮ জানুয়ারি ২০২৬
একজনের স্থলে অন্য প্রার্থীকে বিজয়ী ঘোষণা, ভুলের জন্য ক্ষমা …
  • ০৮ জানুয়ারি ২০২৬
সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা
  • ০৮ জানুয়ারি ২০২৬
বিকাশ নগদ ও ব্যাংক—কোন মাধ্যমে কত লাখ পেলেন ব্যারিস্টার ফুয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
আজ আমি জিতে গেছি, কিন্তু হাদি ভাই নেই: শান্তা আক্তার
  • ০৮ জানুয়ারি ২০২৬
জবির একমাত্র হল সংসদে ১৩ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১০টিতেই জয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬