কর্ণফুলীতে দেড় হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নারী আটক
- কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ AM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ AM
চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের অভিযানে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ।
আটককৃত নারী হলেন, কক্সবাজারের লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প–২৪ এর ব্লক–বি এর বাসিন্দা রোজিনা আক্তার (২০)।
থানা সূত্রে জানা যায়, কর্ণফুলী থানার এসআই (নিঃ) জুয়েল মজুমদার ফোর্সসহ চেকপোস্ট–৫৪তে ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় আল–আকসা হোটেলের সামনে পাকা সড়কে তল্লাশির মাধ্যমে এই রোহিঙ্গা নারীকে আটক করা হয়। তল্লাশি শেষে তার হেফাজত থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।