সীমান্তে ১০ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

উদ্ধারকৃত ইয়াবাসহ বিজিবি সদস্যরা
উদ্ধারকৃত ইয়াবাসহ বিজিবি সদস্যরা  © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার হতে আনুমানিক ২.৫ কি. মি. দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে বিওপি হতে আনুমানিক ২ কি. মি. দক্ষিণ পশ্চিম দিকে ফারির বিল নামক স্থানে অবস্থান করে। কিছুক্ষণ পর মায়ানমার হতে ২ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পায়।

বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিদের হাতে থাকা ৩টি কালো ব্যাগ ফেলে রেখে দ্রুত দৌড়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ৩টি কালো ব্যাগের ভেতরে ৩৬ কাট অর্থাৎ ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে চোরাকারবারিদের গ্রেপ্তারের জন্য রাতভর ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করেও তাদের আটক করা সম্ভব হয়নি।

জসীম উদ্দিন আরও জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ সংবাদ