ভাঙা বাড়ির ধূলিকণা আকাশে-বাতাসে মিশে আছে, কীভাবে অস্বীকার করবি ‘রাজাকার বাহিনী’: শাওন

মেহের আফরোজ শাওন
মেহের আফরোজ শাওন  © টিডিসি সম্পাদিত

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে পতন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার তারিখ আজ সোমবার (১৭ নভেম্বর)। এদিনেই দুটি বুলডোজার ধানমন্ডি ৩২-এর দিকে নিয়ে যাওয়া হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত এমন একটি সংবাদের স্ক্রিনশট শেয়ার দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। 

পোস্টে শাওন লেখেন, মনের ভয়-ই আসল ভয় বুঝেছিস গাধার দল! বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে সেটাকে কীভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী।


সর্বশেষ সংবাদ