নাশকতার চেষ্টাকালে রাজধানীতে আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার

১৩ নভেম্বর ২০২৫, ০৬:২৪ PM
গ্রেপ্তারকৃতদের একাংশ

গ্রেপ্তারকৃতদের একাংশ © টিডিসি ফোটো

রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সাথে জড়িত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৩ (তেতাল্লিশ) নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে এসব অভিযান পরিচালিত হয়। ডিবির ওয়ারী, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান, রমনা, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মুন্সিগঞ্জের গজারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক টিটু, ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ নেতা সবুজ, মাদারীপুরের রাজৈর থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন আলমগীর, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়সাল এবং ওই মহানগরের ৯৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী ইফতেখার রাজিব।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

এছাড়া গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর উত্তর মহিলা লীগের সভাপতি সুলতানা রাবেয়া পপি, মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আজিম খান, আওয়ামী লীগের কর্মী পলাশ খান, এস এম আবুল হোসেন লিটন, আজিজুর রহমান, শরীয়তপুরের জাজিরা থানার আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুস সালামসহ আরও অনেকে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইমরান হোসেন আবির, ডেমরা শাখার কর্মী আব্দুল মান্নান, ক্যান্টনমেন্ট থানার যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা, যুবলীগ কর্মী আফজাল হোসেন রনি, গিয়াসউদ্দিন আহমেদ মাসুম, শ্রমিকলীগ নেতা আব্দুর রাজ্জাক, সবুজবাগ থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাওহীদ হোসেন, গাজীপুরের শ্রীপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ শেখ ও টাঙ্গাইলের স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল আল মামুন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক ইকরামুল হক, গাজীপুরের কালিগঞ্জ উপজেলার চেয়ারম্যান আমজাদ হোসেন, নেত্রকোণার ছাত্রলীগ নেতা আরিফ আহম্মেদ জুবায়ের ও পারভেজ মোশারফ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের রফিকুল ইসলাম, পাবনার ঈশ্বরদীর যুবলীগ নেতা আবু সিদ্দিক খান, তেজগাঁওয়ের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মনির হোসেন, ডেমরার যুবলীগ নেতা হাফিজুর রহমান খাঁন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দারসহ আরও অনেকে গ্রেপ্তার হয়েছেন।

আরও পড়ুন: এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল রবিবার সকালে, দেখবেন যেভাবে

এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের কর্মী সিরাজুদ্দৌলা শিকদার, আজাদ, বাংলাদেশ হকার্স লীগের সদস্য খাইরুল বাশার মামুন, নোয়াখালী, কুমিল্লা, শরীয়তপুর, ডেমরা ও সাতক্ষীরার বিভিন্ন ইউনিটের যুবলীগ ও শ্রমিকলীগের নেতারা। সাতক্ষীরার আশাশুনি থানার বড় দল ইউনিয়নের চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, শ্রমিকলীগের সাবেক সভাপতি শামছুল আলম এবং সাধারণ সম্পাদক শম্ভু চরণ মণ্ডলও গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন।

গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট এস এম আবুল হোসেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলে লোক সংগ্রহ ও সংগঠনের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঢাবিতে হলের ছাদে গাঁজা সেবনের সময় ছাত্রদলকর্মীসহ আটক ৪
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল প্রধান শিক্ষকের
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাউফলে নির্বাচন ঘিরে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9