চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে জুলাই যোদ্ধাদের লাঠি মিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লাঠি মিছিল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লাঠি মিছিল  © টিডিসি

দেশব্যাপী আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিরোধ ও পলাতক শেখ হাসিনা সরকারের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে লাঠি মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ মিছিলে জুলাই যোদ্ধা, ছাত্রশিবির ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় জেলা শহরের বড় ইন্দারা মোড় থেকে এ লাঠি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত মিছিলে ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা আওয়ামী লীগকে প্রতিহত করা ছাড়াও স্বৈরাচার পতিত আ.লীগ সরকারের বিচারের দাবি জানান।

মিছিল শেষে উপস্থিত জুলাই যোদ্ধারা বলেন, গত ১৭ বছর দেশে ব্যাপক জুলুম-নির্যাতন চালিয়ে পালিয়েছে আওয়ামী লীগ। বিদেশের মাটিতে বসে এখনো তা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশে নাশকতা সৃষ্টির লক্ষ্যে কথিত লকডাউন দিয়েছে। যা দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখান করেছে। 

লাঠি মিছিলে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইসমাইল হোসেন সিরাজী, সাদ মুজাহিদ, সাকিব রবিউল, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতারা।


সর্বশেষ সংবাদ