নাশকতা ঠেকাতে সতর্ক পুলিশ, আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার ৫ নেতাকর্মী
গ্রেপ্তার ৫ নেতাকর্মী  © সংগৃহীত ও সম্পাদিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে জেলা জুড়ে শুরু হয়েছে অভিযান। গত দুদিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ৫ জন হলেন জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আবু তালেবের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. রাজিবুল ইসলাম জীবন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মৃত শাহাবুদ্দিনের ছেলে মেকাইল ইসলাম ও মৃত ইউনুস দেওয়ানের ছেলে আনসার আলী, শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মৃত সহিমের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কামাল উদ্দিন এবং নাচোল উপজেলার থানাপাড়া এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগের নাচোল সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারন সম্পাদক সোহান আলী।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ সাংবাদিকদের বলেন, মঙ্গলবার ও বুধবার জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এই সময় জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জেলাজুড়ে অভিযান চলমান আছে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ