শেরপুর সীমান্তে জাল নোটসহ যুবক আটক
- শেরপুর জেলা প্রতিনিধি
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ AM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ AM
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকার আমবাগান থেকে এক হাজার টাকা মূল্যমানের ২১টি জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মেহেদী নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আমবাগান এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাঘুরির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা দুই সহযোগী পালিয়ে যায়। পরে পুলিশের তল্লাশিতে মেহেদীর কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের মোট ২১টি জাল নোট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার টাকার ২১টি জাল নোটসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।